ব্রেকিং নিউজ
বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে, স্বজনদের আহাজারি রাসুল (সা.) দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য যে দোয়া পড়তেন বিদায়ী শ্রেষ্ট শিক্ষিকা লিপিকা দস্তিদারের অবসরে যাওয়ায় বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান ছেলে পর এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি পাইকগাছা শাখার বাস মালিক সমিতি'র আহবায়ক কমিটি গঠন ঢাকায় মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহারে গুনতে হবে টাকা
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯/১/২০২৪, ৬:০৯:০৪ PM

চলন্ত ট্রেনের ঝুলিয়ে মোবাইল চোরকে শাস্তি

ভারতের বিহারে ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করছিলেন এক যুবক। কিন্তু ওই সময় যাত্রীদের হাতে ধরা পড়েন ওই চোর। আর শাস্তি হিসেবে চোরকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১ কিলোমিটার পথ টেনে নেন যাত্রীরা।

ভারতের বিহারে ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির চেষ্টা করছিলেন এক যুবক। কিন্তু ওই সময় যাত্রীদের হাতে ধরা পড়েন ওই চোর। আর শাস্তি হিসেবে চোরকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১ কিলোমিটার পথ টেনে নেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কবের তা জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ফোন চুরির চেষ্টা করেন ওই যুবক। কিন্তু সতর্ক ওই যাত্রী তাঁকে ধরে ফেলেন। এবং জানালার বাইরে ঝুলিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যান। পরে অন্যান্য যাত্রীরাও ওই চোরের হাত ধরে রাখেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী বলেন, ভাগলপুর বিহারের কাছে কালেশে একজন ছিনতাইকারী চলন্ত ট্রেন থেকে একজন যাত্রীর ফোন ছিনিয়ে নিচ্ছিল। কিন্তু সে তাতে সফল হতে পারেনি। যাত্রীরা ছিনতাইকারীকে ধরে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঝুলিয়ে রেখেছিলেন।

এর আগে ২০২২ সালের বিহারে ট্রেনের জানালা দিয়ে মোবাইল চুরির সময় এক যুবককে হাতেনাতে ধরা হয়। পরে ওই চোরকে চলন্ত ট্রেনের জানালায় ঝুলিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ টেনে নেয়া হয়েছিল।